আফ্রিকা কাপ অব নেশনস: জয় দিয়ে টুর্নামেন্ট শুরু স্বাগতিক মরক্কোর

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে মরক্কো
জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে মরক্কো | ছবি: সংগৃহীত
0

জয় দিয়ে আফ্রিকা কাপ অব নেশনস-২০২৫ শুরু করল স্বাগতিক দল মরক্কো। রাবাতের প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে কমোরোসকে ২–০ গোলে হারিয়েছে অ্যাটলাস লায়ন্সরা।

প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোল পায়নি মরক্কো। বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ব্রাহিম দিয়াজ। নুসাইর মাজরাউইয়ের চিপ পাস থেকে ঠান্ডা মাথার ফিনিশিং এ ব্যবধান ১-০ করেন তিনি।

আরও পড়ুন:

এরপর ৭৫তম মিনিটে বদলি হিসেবে নেমে দর্শকদের চমকে দেন আয়ুব এল কাবি। দুর্দান্ত এক ওভারহেড কিকে নিশ্চিত করেন জয়।

এ জয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা ১৯ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বরেকর্ড গড়লো মরক্কো। ১৯৭৬ সালের পর আবার আফ্রিকার সেরা হওয়ার স্বপ্ন নিয়ে আত্মবিশ্বাসী শুরু করলো স্বাগতিকরা।

এসএইচ