আজ (সোমবার, ২২ ডিসেম্বর) আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এছাড়াও আসন্ন নির্বাচন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার।
হাদির মৃত্যুর ঘটনার পর এবং ওই সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ৫০ জনের হিট লিস্টের ব্যাপারে জানিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয় যে, এ ব্যাপারে তার কাছে কোনো তথ্য আছে কি না বা যদি না থাকে তাহলে তাদের থেকে তথ্য নেবেন কি না। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন, যারা হিট লিস্ট বা ভালনারেবল, তাদের আমরা এরই মধ্যে হাতিয়ার বা গানম্যান দিয়েছি। আর এটার ব্যাপারে আমাদের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলো আছে—ডিজিএফআই, এনএসআই এবং এসবি, তারা নিজেরা বসে কারা কারা ভালনারেবল তাদের একটা লিস্ট করা হয়েছে এবং তাদের গানম্যান দেয়া হয়েছে, অনেকে আবার গানম্যান নিতে চায়নি।’
কতজনকে কয়টি করে গানম্যান দেয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ পর্যন্ত ২০ জনের মতো গানম্যান দেয়া হয়েছে। আর গানম্যান কিন্তু একজনই থাকে।’
আরও পড়ুন:
যাদের গানম্যান দেয়া হয়েছে তারা সবাই রাজনীতিবিদ কি না, এমন প্রশ্নে তিনি খানিকটা মজার সুরে বলেন, ‘এটার ডিটেইলটা যখন গানম্যানরা তাদের সঙ্গে ঘুরবে; তখন আপনারা একটু অনুসন্ধানী সাংবাদিকতা করে বের করে নিয়েন।’
সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে তার পর্যবেক্ষণ কী এবং এরকম পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব কি না, এমন প্রশ্ন করা হলে তিনি জবাব না দিয়ে প্রশ্ন এড়িয়ে যান।
আজ একজন এনসিপির নেতাকে গুলি করার ঘটনা, ইনকিলাব মঞ্চ হাদি হত্যাকাণ্ডে বিচার বিভাগে তদন্ত দাবি করেছে—এ প্রশ্নগুলো এড়িয়ে যেতে সাংবাদিকদের কাছে একের পর এক প্রশ্ন চাইতে থাকেন তিনি। কিন্তু একটিরও উত্তর দেননি তিনি। তিনি প্রশ্নগুলো ভুলে যাবেন—সাংবাদিকরা এমন শঙ্কা প্রকাশ করলে তিনি বলেন, ‘ভুলে যাওয়াই দরকার আসলে।’
হাদির হত্যাকারীরা কোথায় আছেন এম প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোথায় আছে এটা জানলে তো ধরেই ফেলতাম। আমাদের কাছে যদি ওরকম নিউজটা থাকতো, তাহলে তো ধরে ফেলতাম। তারা দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে।’
বৈধপথে বের হয়েছেন নাকি অবৈধ পথে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বৈধ পথে যায়নি। অবৈধ পথে গেছে কি না, সেটা তো আমি বলতে পারবো না।’





