প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোল পায়নি মরক্কো। বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ব্রাহিম দিয়াজ। নুসাইর মাজরাউইয়ের চিপ পাস থেকে ঠান্ডা মাথার ফিনিশিং এ ব্যবধান ১-০ করেন তিনি।
আরও পড়ুন:
এরপর ৭৫তম মিনিটে বদলি হিসেবে নেমে দর্শকদের চমকে দেন আয়ুব এল কাবি। দুর্দান্ত এক ওভারহেড কিকে নিশ্চিত করেন জয়।
এ জয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা ১৯ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বরেকর্ড গড়লো মরক্কো। ১৯৭৬ সালের পর আবার আফ্রিকার সেরা হওয়ার স্বপ্ন নিয়ে আত্মবিশ্বাসী শুরু করলো স্বাগতিকরা।





