অ্যাশেজ: ইনজুরিতে শেষ দুই ম্যাচ অনিশ্চিত নাথান লায়নের

ইনজুরিতে পড়েছেন নাথান লায়ন
ইনজুরিতে পড়েছেন নাথান লায়ন | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

ইংল্যান্ডকে ৮২ রানে হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। তবে এ ম্যাচে নাথান লায়ন ইনজুরিতে পড়ায় সিরিজ পরের দুই ম্যাচে স্পিন বোলিং নিয়ে ভাবতে হচ্ছে অজিদের।

অ্যাডিলেইড টেস্টের শেষ দিনের প্রথম সেশনে ফাইন লেগে দারুণ ফিল্ডিংয়ে একটি চার বাঁচান লায়ন, এ সময়ই চোট পান তিনি। ফিজিও কিছুক্ষণ তার হ্যামস্ট্রিংয়ে পরীক্ষা করার পর মাঠ ছাড়েন এ অফস্পিনার।

আরও পড়ুন:

কিছু সময় পর ক্রাচে ভর দিয়ে স্টেডিয়াম ছাড়তে দেখা যায় তাকে। এ অবস্থায় অ্যাশেজ সিরিজের বাকি দুই টেস্টে তাকে পাওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

এর আগে, ২০২৩ অ্যাশেজ সিরিজেও দ্বিতীয় টেস্টে বলের ওপর পা পড়ে পেশির চোটে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন লায়ন। এবারের সিরিজে ৩৮ বছর বয়সী এ স্পিনার এটি দ্বিতীয় টেস্ট ছিল। ইনজুরিতে তিনি এ সিরিজে আর খেলতে না পারলে স্পিন বিভাগ নিয়ে বড় দুশ্চিন্তায় পড়তে হবে অজিদের।

এসএইচ