হাদির মৃত্যুতে নির্বাচন কমিশনের শোক

শরীফ ওসমান হাদি, নির্বাচন কমিশন ভবন
শরীফ ওসমান হাদি, নির্বাচন কমিশন ভবন | ছবি: এখন টিভি
0

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) শোক প্রকাশ করেছে। আজ (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) রাতে শোক জানায় সংস্থাটি।

শোকবার্তায় ইসির বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরও পড়ুন:

​শোকবার্তায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, শরিফ ওসমান হাদি ছিলেন দেশের একনিষ্ঠ ও লড়াকু তরুণ কণ্ঠস্বর। তিনি যে সাহসিকতা ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, তা অবিস্মরণীয় হয়ে থাকবে। নির্বাচন কমিশন গভীরভাবে শোকাহত। কমিশন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এসএস