শেখ হাসিনা ও ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন; বিচার শুরুর আদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: বাসস
1

পতিত আওয়ামী লীগ শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেল, জেআইসি-তে ২৬ জনকে গুম, নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বিচারক প্যানেল এ আদেশ দেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, এ মামলায় সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ আনা হয়। আগামী ১৯ জানুয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রথমবারের মতো কোনো গুমের মামলার আনুষ্ঠানিক বিচারক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

আরও পড়ুন:

এদিন ট্রাইব্যুনালে অভিযুক্ত তিন আসামির অব্যাহতি চেয়ে আসামিপক্ষ করলে তা খারিজ করে দেয় ট্রাইব্যুনাল।

আওয়ামী আমলে আবদুল্লাহিল আযমী, মাইকেল চাকমাসহ ২৬ জন জেআইসির গুম ও শারীরিক ও মানসিক নির্যাতনের স্বীকার হন এমন অভিযোগের ভিত্তিতে গত ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে।

এসএস