গ্রেপ্তার হওয়া বেলাল হোসেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বৈলতলা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
আরও পড়ুন:
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে উপপরিদর্শক (এসআই) মর্তুজা বাদী হয়ে ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরেই বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।





