আমির খসরু বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজে ওসমান হাদিকে দেখতে গেলে যে আচরণ করা হয়েছে, এমন আচরণ আগামীর নতুন বাংলাদেশের স্বপ্নের বিপরীত। জনগণ এ রাজনীতি দেখতে চায় না। জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করতে হবে।’
সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সময়ে সন্ত্রাসীদের উত্থান নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাভোকেট রুহুল কবির রিজভী।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘হাদির বিষয়ে একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে বার্তা দিচ্ছে, যা নিয়ে সন্দেহ তৈরি হয়। কোনো মাস্টারপ্ল্যান অনুযায়ী এসব ঘটনা ঘটানো হচ্ছে কি না, তা নিয়ে সন্দেহ আছে।’
এসময় ওসমান হাদিকে সময়ের সবচেয়ে স্পষ্টভাষী হিসেবেও উল্লেখ করেন তিনি।





