আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের ব্যানারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তার ছাত্র সংগঠনের নেতাকর্মীরা টাউনহল মোড়ে জড়ো হন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নতুন বাজার হয়ে জেলা স্কুল মোড় প্রদক্ষিণ শেষে আবার টাউনহলে এসে শেষ হয়।
এসময় ইনকিলাব মঞ্চসহ এনসিপির নেতাকর্মীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাদির ওপর হামলায় জড়িত আসামিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় না হলে আরও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন:
এছাড়া ইনকিলাব মঞ্চ ময়মনসিংহের সংগঠক এস এম রায়হান জানান, রাষ্ট্রীয়ভাবে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার ব্যবস্থা করা, ওসমান হাদিকে উন্নত চিকিৎসার সব ব্যবস্থাসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করতে হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজ নির্বাচনি প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন ওসমান হাদি। এসময় বিজয়নগর এলাকায় বাইকযোগে আসা দুর্বৃত্তরা গুলি চালালে, মাথায় গুলিবিদ্ধ হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে পরে তাকে আইসিইউতে নেয়া হয়।





