আইএসআইয়ের সাবেক প্রধান ফয়েজ হামিদকে ১৪ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক গোয়েন্দা সংস্থার  প্রধান ফয়েজ হামিদ
পাকিস্তানের সাবেক গোয়েন্দা সংস্থার প্রধান ফয়েজ হামিদ | ছবি : সংগৃহীত
0

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন ও রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়।

ইমরান খানের ঘনিষ্ঠ ফয়েজ হামিদ ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত আইএসআইয়ের প্রধানের দায়িত্বে ছিলেন। ২০২২ সালে পার্লামেন্টের অনাস্থা ভোটে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হলে নির্ধারিত সময়ের আগেই অবসরে চলে যান এ গোয়েন্দাপ্রধান।

আরও পড়ুন:

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক আইনের আওতায় তার বিরুদ্ধে বিচারকাজ চলে দীর্ঘ ১৫ মাস। রায়ের বিরুদ্ধে আপিল করছেন ফয়েজ হামিদ। দেশটিতে এর আগে কখনোই আইএসআইয়ের কোনো প্রধানের সামরিক আদালতে বিচার করা হয়নি।

এফএস