সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কলাবাগান থেকে উদ্ধার করা হয়েছে নারীর মরদেহ
কলাবাগান থেকে উদ্ধার করা হয়েছে নারীর মরদেহ | ছবি: এখন টিভি
0

সিরাজগঞ্জের পৌর এলাকার কুশিয়াহাটা আবাদী জমির পাশের কলাবাগান থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ৭ ডিসেম্বর) দুপুরে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কুশিয়াহাটা আবাদি জমির পাশে কলার বাগানে চোখ উপড়ে ফেলা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। এরপর মরদেহটি সিরাজগঞ্জের মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন:

‎এ ঘটনায় সদর সার্কেল নাজরান রউফ বলেন, ‘ঘটনাস্থলে এসে পিবিআইয়ের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাস রোধ করে তাকে হত্যা করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত ও হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।’

এসএইচ