প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, মৃতদের অধিকাংশই ক্লাবের কিচেনকর্মী। আর পর্যটকের সংখ্যা ৩ থেকে ৪ জন। আহতরা গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মরদেহ শনাক্তের আগে প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না।
আরও পড়ুন:
প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসক জানিয়েছেন, সিলিন্ডার বিস্ফোরণে অধিকাংশের মৃত্যু হয়েছে শ্বাসরোধে। দগ্ধ হয়ে মারা গেছেন ৩ জন। এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
জানা গেছে, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আপাতত ক্লাবটি সিল করে দেওয়া হয়েছে ও পরিচালনা পর্ষদের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মাত্র একবছর আগে পর্যটকদের জন্য উন্মুক্ত ঐ ক্লাবে সেফটি প্রোটোকল মানা হচ্ছিলো কি-না এ নিয়ে সংশয় প্রকাশ করে বলেছেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা হবে।





