স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ-ভারতপুর আসনের বহিষ্কৃত বিধায়ক হুমায়ূন কবির জেলার বেলডাঙায় মসজিদটি নির্মাণের ঘোষণা দেন।
তিনি বলেন, ‘উত্তর প্রদেশের অযোধ্যায় ১৯৯২ সালে গুঁড়িয়ে দেয়া বাবরি মসজিদ স্মরণে নির্মাণ হবে পশ্চিমবঙ্গের নতুন মসজিদটি।’
আরও পড়ুন:
এ নিয়ে উত্তেজনার জেরে চার হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে জেলার বিভিন্ন অংশে।
হুমায়ূন কবিরকে ভারতে কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপির চর আখ্যা দিয়েছে তার দল তৃণমূল কংগ্রেস। বলা হয়, পশ্চিমবঙ্গে শান্তি ও সাম্প্রদায়িক সহাবস্থান রক্ষায় রাজ্য সরকারের চেষ্টার পথে বাধা হুমায়ূনের এ পদক্ষেপ।





