২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের পর, নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে পরাজিত ট্রাম্পের সমর্থকরা। নির্বাচনে কারচুপি হয়েছে বলেও সেসময় অভিযোগ তোলেন তারা।
২০২১ সালের ৬ জানুয়ারি তৎকালীন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে আনুষ্ঠানিক অনুমোদন দিতে কংগ্রেসে অধিবেশন বসে। এ দিন হাজার হাজার ট্রাম্প সমর্থক ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়ে বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা ক্যাপিটল ভবনে হামলা চালায়, ভাঙচুর করে এবং আইনপ্রণেতাদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। মার্কিন গণতান্ত্রিক ইতিহাসের এই নজিরবিহীন ঘটনা ক্যাপিটল হিল দাঙ্গা নামে পরিচিত।
ওই হামলার দিনই ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি ভবন এবং রিপাবলিকান দলের সদর দপ্তরের বাইরের বেঞ্চের নিচ থেকে দু'টি পাইপ বোমা উদ্ধার করে পুলিশ। বিস্ফোরণের আগেই সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়। আগের দিন রাতের সিসিটিভি ফুটেজের সাহায্যে বোমা উদ্ধার করা গেলেও বোমা হামলার চেষ্টাকারী ব্যক্তির মুখ ঢাকা থাকায় তাকে শনাক্ত করা যায়নি।
ওই ফুটেজ ব্যবহার করে অপরাধীকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করে মার্কিন গোয়েন্দা সংস্থা। অপরাধীক খূঁজে বের করতে পারলে পাঁচ হাজার ডলার পুরস্কারও ঘোষণা করা হয়। সেই ঘটনার প্রায় পাঁচ বছর পর অবশেষে সন্দেহভাজন ওই হামলাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীন গোয়েন্দা ও নিরাপত্তা বিভাগ।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের অ্যটর্নি জেনারেল পাম বন্ডি বলেন, ‘৫ জানুয়ারী, ২০২১ তারিখে আরএনসি এবং ডিএনসিতে পাইপ বোমা রাখার অভিযোগে অভিযুক্ত ব্রায়ান কোল জুনিয়রকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরক ডিভাইস ব্যবহারের অপরাধে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।’
সন্দেহভাজন অপরাধী ব্রায়ান কোল জুনিয়র পরিবারের সঙ্গে ভার্জিনিয়ার উডব্রিজে থাকেন। গতকাল (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) ব্রায়ানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আদালতে দায়েকৃত তথ্যানুযায়ী কোল ২০১৯ ও ২০২০ সালে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম কেনেন। এফবিআই’র তদন্ত প্রতিবেদন অনুযায়ী, কোল ওয়ালসার্ট থেকে পাইপ বোমার সঙ্গে যুক্ত টাইমার, হোম ডিপো থেকে টেপ এবং ভার্জিনিয়ার অন্য একটি দোকান থেকে ব্যাটারি সংগ্রহ করেন।
মোবাইল ফোনের লোকেশন অনুযায়ী, ২০২১ সালের পাঁচ জানুয়ারি সন্ধ্যা ৭ দশমিক ৩৯ থেকে ৮.২৪ এর মধ্যে আরএনএস এবং ডিএনএস ভবনের কাছাকাছি অবস্থান করছিলেন কোল। তবে কী উদ্দেশ্যে কোল বোমা হামলা চালাতে চেয়েছিলেন সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানায়নি নিরাপত্তা বাহিনী।





