এ অনুষ্ঠানে নির্ধারণ হবে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোর কোনটি কোন গ্রুপে খেলবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। এরই মধ্যে ৪২টি দল টুর্নামেন্টে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বাকি ৬ দলের চারটি ইউরোপিয়ান প্লে অফ এবং বাকি দুটি আসবে আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে।
আরও পড়ুন:
৪৮টি দলকে ১২টি গ্রুপে ভাগ করা হবে। যেখানে থেকে পরবর্তী রাউন্ডে উঠবে ৩২ দল। ড্র অনুষ্ঠান পরিচালনা করবে সাবেক ইংলিশ ফুটবলার রিও ফার্দিনান্দ ও আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত সঞ্চালক সামান্থা জনসন। ড্র অনুষ্ঠান শেষে প্রথমবারের মতো ফিফা শান্তি পুরস্কার প্রদান করবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।





