মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় গণদোয়ায় জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এসময় সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির হোসেন আলী, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি বসির আহমেদ অপুসহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
পরে দেশের শান্তি ও কল্যাণ কামনা এবং বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন- গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি কামরুজ্জামান নোমানী।
দোয়ায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক, দলমতের ঊর্ধ্বে একজন অভিভাবক। দেশের এই ক্রান্তিকালে তার দ্রুত সুস্থতা ভীষণ প্রয়োজন।





