খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাজীপুরে এক মঞ্চে বিএনপি-জামায়াত-এনসিপি

দোয়ার আয়ো্জন
দোয়ার আয়ো্জন | ছবি: এখন টিভি
0

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাজীপুরে গণদোয়ার আয়োজন করেছে মহানগর বিএনপি। আজ (বুধবার, ৩ ডিসেম্বর) বিকেলে শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে এ দোয়ার আয়োজন করা হয়। যেখানে এক মঞ্চে অংশ নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় গণদোয়ায় জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এসময় সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির হোসেন আলী, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি বসির আহমেদ অপুসহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

পরে দেশের শান্তি ও কল্যাণ কামনা এবং বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন- গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি কামরুজ্জামান নোমানী।

দোয়ায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক, দলমতের ঊর্ধ্বে একজন অভিভাবক। দেশের এই ক্রান্তিকালে তার দ্রুত সুস্থতা ভীষণ প্রয়োজন।

সেজু