ঢাবিতে শীতকালীন ছুটি বহাল; ছুটি বাড়লো আরও দুই দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো | এখন
0

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শীতকালীন ছুটি বহাল রেখে অতিরিক্ত আরও দুই দিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ভূমিকম্প-পরবর্তী বিভিন্ন আবাসিক হলের কারিগরি মূল্যায়ন ও বিশেষজ্ঞদের সুপারিশ পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আজ (বুধবার, ৩ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষিত শীতকালীন ছুটির সঙ্গে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর অতিরিক্ত ছুটি যুক্ত করা হয়েছে। ২৫ ডিসেম্বর ক্রিসমাসের সরকারি ছুটি এবং ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্রবার-শনিবার হওয়ায় ২৮ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা এবং নিয়মিত ক্লাস শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটিকালীন সময় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে জরুরি প্রয়োজন বিবেচনায় চলমান অনলাইন ক্লাস ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। জানুয়ারি ২০২৬-এর প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা পুনরায় শুরু হবে। এ ক্ষেত্রে ডিন অফিস ও পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে সমন্বয় করে সংশ্লিষ্ট বিভাগসমূহ নতুন সময়সূচি নির্ধারণ করবে।

আরও পড়ুন:

ভূমিকম্পের পর জরুরি ভিত্তিতে আবাসিক হলগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ ও সংস্কার কাজ চলছে জানিয়ে সভায় বলা হয়, হল খোলার পরও কিছু হলে সংস্কার কার্যক্রম চলমান থাকতে পারে। এ বিষয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসএইচ