বাড়ি থেকে ডেকে নিয়ে জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিহত স্বর্ণালঙ্কার ব্যবসায়ী, নরসিংদী সহকারী পুলিশ সুপারের কার্যালয়
নিহত স্বর্ণালঙ্কার ব্যবসায়ী, নরসিংদী সহকারী পুলিশ সুপারের কার্যালয় | ছবি: এখন টিভি
0

নরসিংদীর রায়পুরায় প্রাণতোষ কর্মকার নামের এক জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (মঙ্গলবার, ৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার ৮টার দিকে অজ্ঞাত কয়েকজন প্রাণতোষকে দোকান ও লেনদেনের কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। পরে দিঘলিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে তার বুকে গুলি করে পালিয়ে যান তারা।

আরও পড়ুন:

এরপর প্রাণতোষকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কে বা কারা এবং কোন কারণে হত্যা করেছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

এসএইচ