কর্মবিরতির কারণে নিয়মিত ক্লাস ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে ফিরে যেতে বাধ্য হয়েছেন।এতে জেলাজুড়ে শিক্ষার কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।
নবম গ্রেডে পদায়ন, টাইম-স্কেল প্রদান, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতিসহ চার দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
দাবি মানা না হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা। এছাড়াও দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।





