‘এ’ ক্যাটাগরিতে থাকা আরেকজন ক্রিকেটার লিটন দাসকে ৭৫ লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স। অন্যদিকে নিলামের প্রথম ডাকে অবিক্রিত রয়ে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহমান।
তবে তার এখনও দল পাওয়ার সুযোগ আছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ৩৫ লাখ ভিত্তিমূল্যের মুশফিককে ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বার নিলামে তোলা হবে ২২ লাখ টাকা ভিত্তিমূল্যে। এছাড়া ‘বি’ ক্যাটাগরিতে ৩৫ লাখ ভিত্তিমূল্যতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদও দল পান নি। নিলামের প্রথম ধাপে নাম ছিল তার।
বিপিএলের সবশেষ আসরে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে খেলেছিলেন মাহমুদউল্লাহ। অন্যদিকে সাবেক অধিনায়ক মুশফিকের জন্যও আগ্রহ দেখায়নি কোনো দল। পরে ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’।
লিটনের চেয়ে বেশি লড়াই জমে ওঠে তাওহিদ হৃদয়কে নিয়ে। ‘বি’ ক্যাটাগরিতে ৩৫ লাখ ভিত্তিমূল্যের এ ব্যাটসম্যানকে ৯২ লাখ টাকায় দলে নেয় রংপুর রাইডার্স। আগ্রাসী ব্যাটসম্যান শামীম হোসেনকে ৫৬ লাখ টাকায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস।
‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার তানজিম সাকিবের ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা। শেষ পর্যন্ত ৬৫ লাখ টাকায় তাকে কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স। এ ক্যাটাগরিতে থাকা ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে ৪৪ লাখ টাকায় কিনেছে রাজশাহী।
নিলামের মাঝমাঝি পর্যন্ত সবচেয়ে বড় চমক মোহাম্মদ মিঠুন। গত তিন বিপিএলে ভালো পারফর্ম না করলেও তাকে নিয়ে লড়াই জমে যায় ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের। ২২ লাখ টাকা ভিত্তিমূল্যের ব্যাটসম্যান শেষ পর্যন্ত ৫২ লাখ টাকায় ঠাঁই পান ঢাকায়।





