বদিউল আলম মজুমদার বলেন, ‘টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর মেয়াদেরও লাগাম টানা উচিত।’
একই সেমিনারে যুক্ত হয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের ভূমিকা দৃশ্যহীন।’
আরও পড়ুন:
এছাড়া সরকারের উপদেষ্টা যারা নির্বাচন করতে পারে তাদের সমালোচনা করে বলেন, ‘রেফারি হয়ে গোল দিতে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে।’
এদিকে এনসিপি নেতা সারওয়ার তুষার অভিযোগ করেন বলেন, ‘নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকারের দৃশ্যমান কোনো তৎপরতা নেই। ফলে জাতীয় নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা এখনো ঠিকভাবে আস্থা পাচ্ছে না।’
সেমিনারে অনন্যা রাজনৈতিক দলের বক্তারাও সুষ্ঠু নির্বাচনে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।





