আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এশিয়ান কাপের প্রস্তুতির জন্য ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মালয়েশিয়ার প্রতিপক্ষ আজারবাইজান।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আজ সন্ধ্যায় অনুশীলন করে মালয়েশিয়া নারী ফুটবল দল। বাংলাদেশকে হারানোর পর আজারবাইজানের বিপক্ষে আত্মবিশ্বাসী, মালয়েশিয়ার মেয়েরা। অনুশীলনে শারীরিক ভাষাতেও ছিল সেই ছাপ।
মালয়েশিয়ার অনুশীলন শেষে নিজেদের প্রস্তুতি শুরু করে আজারবাইজানের মেয়েরা। ২০২৭ সালে ব্রাজিলে নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেই আসরের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ের আগে নিজেদের প্রস্তুত করতেই খেলতে এসেছে তারা।
আরও পড়ুন:
ফিফা র্যাংকিংয়ে অবশ্য এগিয়ে আজারবাইজান। ৯২তম স্থানে থাকা মালয়েশিয়ার চাইতে ১৮ ধাপ এগিয়ে তারা। এর আগে কখনো মুখোমুখি না হলেও প্রথম দিনের সংবাদ সম্মেলনে মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছাড় না দেয়ার কথাই জানিয়েছিলেন দুই দলের কোচ।
মালয়েশিয়া জিতলেই সিরিজ নিজেদের করে নেবে। অন্যদিকে, আজারবাইজান জিতলে লড়াইয়ে টিকে থাকবে বাংলাদেশও। ফলে এ ম্যাচের দিকে পাখির চোখ থাকবে লাল-সবুজদের। আজারবাইজান ম্যাচ দিয়েই সিনিয়র পর্যায়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল।





