নিহতরা হলেন এসআই সাইফুল ইসলাম। তিনি মানিকছড়ি থানায় কর্মরত ছিলেন। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়। তিনি মৃত লিয়াকত আলীর ছেলে। আপরজন মো. হাফিজ, মানিকছড়ি উপজেলার ফকিরটিলা এলাকার মৃত ইসমাঈলের ছেলে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
এ ঘটনায় কনস্টেবল আল নোমান ও ইয়াসিন নামে আরও দুইজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের মতে, ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।





