মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, গুরুতর আহত বাবা

হত্যাকাণ্ডের সিসিটিভি ক্যামেরার ফুটেজের একটি অংশ | ছবি: সংগৃহীত
0

রাজধানীর মোহাম্মদপুরে বিল্লাল হোসেন বাবু (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার বাবা আবুল কাশেমও গুরুতর আহত হন। সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের ৩ নম্বর রোডের ডি-ব্লকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলের একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণে হামলার পর পালিয়ে যেতে দেখা যায় দুর্বৃত্তদের। হামলার পর বাবু ও তার বাবাকে উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেয়া হলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, স্থানীয় সন্ত্রাসী রাজিবের নেতৃত্বে সবুজ, রুবেল ও মোহনসহ কয়েকজনের হামলায় ঘটে এ প্রাণহানি।

নিহত বাবুর মামা বলেন, ‘বাবু তার বাবাকে মারতে দেখে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে।’

বাবুর মা বলেন, ‘আমার জামাইরে যখন কোপ মারছে, তখন আমার ছেলে গিয়ে ধাক্কা মারছে। ধাক্কা মারার পর আমার ছেলের ঘাড়ে কোপ দিয়েছে। তারপর তার বাবার হাতে কোপ দিয়েছে। এরপর আবারো আমার ছেলেরে ধরে কোপ দিয়েছে। এলাকাবাসী কেউ এগিয়ে আসেনি।’

আরও পড়ুন:

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে দুর্বৃত্তরা বাবুকে কুপিয়ে হত্যা করে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে।

তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, ‘বিষয়টি টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত। আমরা আরও কিছু বিষয় নিয়ে কাজ করছি, হয়তো আরও কিছু আসবে। মূলত টাকা-পয়সা নিয়েই তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। আমরা কিছু আসামির নাম পেয়ছি। তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে।’

ঘটনার পর থেকেই এলাকাটিতে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এসএইচ