সেগুনবাগিচায় কর কমিশনের ভবনে আগুন; ফায়ারের ৬ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীতে কর কমিশনের ভবনে আগুন
রাজধানীতে কর কমিশনের ভবনে আগুন | ছবি: সংগৃহীত
0

রাজধানীর সেগুনবাগিচায় কর কমিশনের ভবনে আগুন লাগার পর তা ২০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ (শনিবার, ২২ নভেম্বর) দুপুর ৩টা নাগাদ এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট।

রাজধানীর সেগুনবাগিচায় কর কমিশনের ভবনে আগুন লাগার পর তা ২০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ (শনিবার, ২২ নভেম্বর) দুপুর ৩টা নাগাদ এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার দুপুর ৩টা নাগাদ আগুনের খবর পেলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ভবনের ৯ম তলায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা অপর্যাপ্ত ছিল উল্লেখ করে ফায়ার সার্ভিস জানায়, সাড়ে ৩টা নাগাদ তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরমাণ এখনই বলা যাচ্ছে না বলেও জানায় ফায়ার সার্ভিস।

আরও পড়ুন:

এদিকে কর কমিশনের ডেপুটি কমিশনার জানান, উক্ত ভবনে কর কমিশন ঢাকা অঞ্চল ৮ ও ১৪ এর অফিস থাকলেও আগুন লেগেছে ঢাকা অঞ্চল ১৪ এর ৩০৪ নম্বর সার্কেলে। গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা থাকলেও নথিসমূহ অনলাইনে সংরক্ষিত আছে বলে আশ্বস্ত করেন তিনি।

এসএইচ