দিনাজপুরে অটোরিকশায় বাসের চাপা, প্রাণহানি ৪

বাস-অটোরিকশা/সিএনজি দুর্ঘটনা (প্রতীকি)
বাস-অটোরিকশা/সিএনজি দুর্ঘটনা (প্রতীকি) | ছবি: এখন টিভি
1

দিনাজপুরের সদর উপজেলার নশিপুর এলাকায় বাস ও অটোরিকশার মধ্যে দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৫ বছর বয়সী এক শিশুসহ গুরুতর আহত হয়েছে আরও অন্তত তিনজন। আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে। আজ (শনিবার, ২২ নভেম্বর) দুপুরে নশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে দিনাজপুর-রংপুর মহাসড়কের নশিপুর এলাকায় অটোরিকশায় বাস চাপা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।

পরে আহতদের হাসপাতালে নেয়া হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা আরও একজনকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালে ৫ বছর বয়সী গুরুতর আহত এক শিশু চিকিৎসাধীন রয়েছে। দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন শিমু আক্তার (৩৮)। তিনি দিনাজপুর শহরের উপশহর ৮নং ব্লকের বাসিন্দা।

সেজু