আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিন শেষে ৩৬৭ রানের লিড বাংলাদেশের

এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ
এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

বড় লিড নিয়ে আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। দিন শেষে টাইগারদের সংগ্রহ ১ উইকেটে ১৫৬ রান। এতে ৩৬৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

নিজেদের দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক শুরু করে দুই বাংলাদেশি ওপেনার সাদমান ও জয়। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ১১৯ রান।

এরপর ব্যক্তিগত ৬০ রানে জয় ফিরলেও মমিনুল হক ও সাদমানের ব্যাটে বড় লিডের পথে এগোতে থাকে বাংলাদেশ। এভাবেই দিন শেষ হয় ৩৬৭ রানে এগিয়ে থেকে।

আরও পড়ুন:

এর আগে, আয়ারল্যান্ড তৃতীয় দিনে সাবধানী ব্যাটিং শুরু করে। তবে তাইজুলের বলে বোল্ড হন ডোহনি। এরপর ম্যাকব্রাইনিকেও শুন্য রানে সাজঘরে ফেরান তাইজুল।

এরপরই দলের হাল ধরেন লকরান টাকার এবং জর্ডান নেইল। ৮ম উইকেটে দুজনে যোগ করেন ৭৪ রান। পরে এবাদত ফেরান নেইলকে। গাভিন হোয়ের উইকেট পান খালেদ।

আর শেষ ব্যাটার হামফ্রেইসের উইকেট তুলে নেন তাইজুল। এ উইকেটের মাধ্যমে বাংলাদেশের হয়ে টেস্ট ফরম্যাটে যৌথ সর্বোচ্চ ২৪৬ উইকেটের মালিক হয়েছেন তাইজুল ইসলাম।

এসএইচ