অ্যাশেজ: প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া দলে দুই নতুন মুখ

অ্যাশেজের আগে ফটোশুট সেরেছেন দু’দলের অধিনায়ক
অ্যাশেজের আগে ফটোশুট সেরেছেন দু’দলের অধিনায়ক | ছবি: সংগৃহীত
0

অ্যাশেজের প্রথম টেস্টে ব্যাগি গ্রিন মাথায় অভিষেক হচ্ছে দুই ক্রিকেটারের। প্রথমজন ওপেনার জেক ওয়েদারাল্ড এবং দ্বিতীয়জন পেসার ব্রেন্ডান ডগে।

প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউডের অনুপস্থিতি নিয়ে অ্যাশেজের প্রথম ম্যাচের আগে দুশ্চিন্তায় ছিল অস্ট্রেলিয়া। তবে শেষ পর্যন্ত চার ফ্রন্টলাইন বোলারকে রেখে এ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে অজিরা।

একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে আছেন নাথান লায়ন। বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন ক্যামেরন গ্রিন। তবে একাদশে জায়গা হয়নি আরেক অলরাউন্ডার বিউ ওয়েবস্টারের।

আরও পড়ুন:

পার্থ টেস্টের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া একাদশের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো— ২০১৯ সালের পর এক টেস্টে দুই ক্রিকেটারের অভিষেক। ৬ বছর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে গাব্বা টেস্টে একইসঙ্গে ব্যাগি গ্রিন হাতে পেয়েছিলেন কার্টিস প্যাটারসন এবং ঝাই রিচার্ডসন।

শেষবার অ্যাশেজের কোনো টেস্টে অস্ট্রেলিয়া একাদশে একইসঙ্গে দু’জনের অভিষেক হয়েছিল ২০১০-১১ মৌসুমে। সেবার সিডনিতে অভিষেক হয়েছিল উসমান খাঁজা এবং মাইকেল বিয়ারের।

এফএস