ডায়মন্ড ওয়ার্ল্ড এমডির ৭৫৫ কোটি টাকার সম্পদের খোঁজে দুদক

দুদকের কার্যালয় ও দিলীপ কুমার আগারওয়াল
দুদকের কার্যালয় ও দিলীপ কুমার আগারওয়াল | ছবি: সংগৃহীত
0

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালার সম্পদের খোঁজে ভূমি অফিসসহ একাধিক দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ৭৫৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তদন্ত করছে সংস্থাটি।

দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন তথ্য চেয়ে এসব চিঠি দিয়েছে। গত ৮ অক্টোবর দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে ১১২ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৭৫৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে দুদক।

এবার তদন্ত পর্যায়ে বিপুল অর্থ পাচার করে কলকাতা ও অস্ট্রেলিয়ায় ছয়টি জুয়েলারি শোরুমের তথ্য-উপাত্তও সংগ্রহের উদ্যোগ নিয়েছে তদন্তকারী কর্মকর্তা।

আরও পড়ুন:

দুদকের কাছে থাকা অভিযোগে বলা হয়, চাচা পান্না আগরওয়ালার হাত ধরে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় এসে দুই দশকের ব্যবধানে ধনকুবের বনে যান দিলীপ। আওয়ামী লীগ সরকারের আমলে ৩ দফায় দিলীপের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করলেও প্রতিবার দুদক থেকে দায়মুক্তির সনদ পান তিনি।

এসএইচ