আজ (বৃহস্পতিবার, ২০ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে আমির খসরু আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, আগামী নির্বাচনের আগে সেই সংকট আর থাকবে না।’
আরও পড়ুন
তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত থাকলেও, তা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।
এছাড়া ধানের শীষের বঞ্চিতদের জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) মনোনয়ন প্রদানের ঘটনায় বিএনপির ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন তিনি। আমির খসরু বলেন, ‘যারা যাবে, তাদের সঙ্গে বিএনপির কেউ আর থাকবে না।’





