হাসিনাসহ দুজনের মৃত্যুদণ্ডের রায়ে দেশে কোনো আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী | ছবি: এখন টিভি
0

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ঘটনায় দেশে কোনো আতঙ্ক দেখছেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ (সোমবার, ১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এমন মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘এখানে আমি কোনো আতঙ্ক দেখতে পাচ্ছি না। সবাই তো এদিক-ওদিক ঘোরাফেরা করছেন। আমি তো কোথাও কোনো আতঙ্ক দেখছি না।’

আরও পড়ুন:

এসময় ‘শিকারের জন্য নয়, সেলফ ডিফেন্স করতে’ পুলিশকে গুলি করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনার রায়কে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। জনগণের আতঙ্কিত হবার কিছু নেই।’

এমন পরিস্থিতিতে দেশের বাইরে থেকে উস্কানি দেয়া হয়, তাই জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এসএস