ধানমন্ডি ৩২-এ নেয়া হচ্ছে দুটি বুলডোজার

বুলডোজার নেয়া হচ্ছে ধানমন্ডি ৩২-এ
বুলডোজার নেয়া হচ্ছে ধানমন্ডি ৩২-এ | ছবি: এখন টিভি
0

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ের দাবিতে ধানমন্ডি-৩২ অভিমুখে বুলডোজার মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মিছিলে আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগানের পাশাপাশি শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

আজ (সোমবার, ১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দুইটি বুলডোজার নিয়ে মিছিল শুরু করে শিক্ষার্থীরা। ঢাকা কলেজের সামনে থেকে সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডি-৩২ এর শেখ মুজিবুর রহমানের বাসভবনের প্রবেশ পথে জড়ো হয় তারা। তবে ধানমন্ডি-৩২ নম্বরে কড়া নিরাপত্তা থাকায় পুলিশি বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

শিক্ষার্থীরা বলেন, ধানমন্ডি-৩২ এর বাড়ি আওয়ামী লীগ নিজেদের ‘কেবলা’ মনে করে। আমরা সেটি আজ সম্পূর্ণ গুঁড়িয়ে দিতে চাই। যাতে আওয়ামী এই কেবলাকে নিয়ে আগামীতে যে ষড়যন্ত্র করছে, তা সফল করতে না পারে। এই স্থানে একটি খেলার মাঠ নির্মাণ করা হবে বলেও জানান তারা।

এসময় ফাঁসির রায় না পেলে জুলাইয়ের মত আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।

ইএ