কিশোরগঞ্জে এক রাতে তিন দফা নাশকতার চেষ্টা

পুড়িয়ে দেয়া হয়েছে অ্যাম্বুলেন্স
পুড়িয়ে দেয়া হয়েছে অ্যাম্বুলেন্স | ছবি: এখন টিভি
0

কিশোরগঞ্জে গতকাল (রোববার, ১৬ নভেম্বর) রাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে সড়ক অবরোধ, ব্যাংকে আগুন দেয়া ও অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের মতো তিনটি নাশকতার ঘটনা ঘটেছে পরপর। পুলিশ ও স্থানীয়রা বলছেন, এসব কর্মকাণ্ডে জয়বাংলা স্লোগান দিচ্ছে মুখোশধারী দুর্বৃত্তরা। তবে পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষতি ঠেকানো গেছে।

সোমবার রাত তখন দেড়টা, পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় কয়েকজন মোটরসাইকেল আরোহী আসলো তারপর সড়কের পাশে একটি বড় লিচু গাছ কেটে ফেলে দেয়। এরপর তারা জয়বাংলা স্লোগান দিয়ে সেখান থেকে চলে যায়। এতে মুহূর্তেই যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাছ সরায় এবং দ্রুত সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

অপরদিকে, শহরের স্টেশন রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় একই ধরনের পরিকল্পনা মাথাচাড়া দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মুখোশ পরা একজন ব্যক্তি জয় বাংলা স্লোগান দিতে দিতে ব্যাংকের নিচতলায় আগুন লাগাতে চেষ্টা করছিলো। পরে আশপাশের জনতা তা নিয়ন্ত্রণে আনে, ফলে ব্যাংকে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

আবার, ভোর সারে চারটা নাগাত সিভিল সার্জন কার্যালয়ের সামনে এক অ্যাম্বুলেন্সে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুড়ে যায় সম্পূর্ণ অ্যাম্বুলেন্সটি। তবে এতে গুরুতর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী এরইমধ্যে কঠোর নজরদারিতে রয়েছে। জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব অপ্রীতিকর ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ালেও সকাল থেকেই দূরপাল্লার বাসসহ বড় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ইএ