গাজা নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বাহিনীর প্রস্তাবে জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে বাধা

তাবুতে ফিলিস্তিনিদের জীবনযাপন
তাবুতে ফিলিস্তিনিদের জীবনযাপন | ছবি: সংগৃহীত
0

গাজা নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব জাতিসংঘে উপস্থাপন করলেও যুক্তরাষ্ট্র সেখানে বাধার মুখে পড়েছে। চীন-রাশিয়ার পাশাপাশি বেশ কয়েকটি আরব রাষ্ট্রও এ প্রস্তাবের বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, এই কথিত শান্তি পরিষদের সদস্য কারা হবে এবং এটি কীভাবে কার্যকরভাবে পরিচালিত হবে, এসব বিষয়ে আগে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে যুক্তরাষ্ট্রকে। এদিকে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন আরও বাড়ছে। একইসঙ্গে মসজিদে ইসরাইলি দখলদারদের বর্বর হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

অবরুদ্ধ পশ্চিম তীরে ফিলিস্তিনি অধ্যুষিত দেইর ইশতিয়া গ্রামের হাজ্জা হামিদা মসজিদ। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে মসজিদটিতে আগুন ধরিয়ে দেয় ইহুদি দখলদাররা, পোড়ানো হয় পবিত্র কোরআন। মসজিদের দেয়ালে বিদ্বেষমূলক ব্ক্তব্য লিখে ফিলিস্তিনবিরোধী শ্লোগান দিতে দেখা যায় তাদের।

পশ্চিম তীরের ফিলিস্তিনি বাসিন্দারা বলেন, মুসল্লিরা ভোরে ফজরের নামাজ পড়তে এসে মসজিদের ভেতরে গন্ধ পান এবং দরজা খোলা দেখে অবাক হন। পরে মসজিদের ভেতরে আগুন দেখতে পেয়ে বাসিন্দাদের সতর্ক করেন এবং দ্রুত বেসামরিক প্রতিরক্ষা বিভাগকে বিষয়টি জানানোয় মসজিদটি সম্পূর্ণ পুড়ে যাওয়া থেকে রক্ষা পায়।

একই দিনে দক্ষিণে হেব্রনের কাছে একটি শহরে অভিযানের সময় দুই ফিলিস্তিনি শিশুকে হত্যা করে ইসরাইলি সেনারা। চলতি বছর পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে রেকর্ড সহিংসতা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী ও ইহুদি দখলদাররা। যুক্তরাষ্ট্র-জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের আপত্তি সত্ত্বেও ইসরাইলের কট্টর ডানপন্থি সরকারের পশ্চিম তীর দখলের হুমকির মধ্যেই এমন পরিস্থিতি অঞ্চলটিতে। পশ্চিম তীরে ফিলিস্তিনি নিপীড়ন ও মসজিদে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জর্ডান, জার্মানি, সুইজারল্যান্ড, জাতিসংঘ।

আরও পড়ুন:

জাতিসংঘের মুখপাত্র স্তেফানে দুজাররিচ বলেন, প্রার্থনার জায়গায় এমন আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পশ্চিম তীরে ফিলিস্তিনি ও তাদের সম্পত্তিতে ইসরায়েলি দখলদারদের আক্রমণের নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতেও জানাবো। দখলদার শক্তি হিসেবে ইসরাইলের উচিত বেসামরিক জনগণকে রক্ষা করা এবং আক্রমণকারীদের জবাবদিহির আওতায় আনা।

এদিকে, গাজা নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব নিয়ে জাতিসংঘে তীব্র বাধার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবের বিরোধিতা করেছে চীন-রাশিয়া এবং বিভিন্ন আরব রাষ্ট্র। গণহত্যা পরবর্তী উপত্যকায় শাসনব্যবস্থার কাঠামো এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের অন্তর্বর্তী ভূমিকার অনুপস্থিতি নিয়ে উদ্বেগ জানায় দেশগুলো।

জাতিসংঘের ৪ কূটনীতিকের বরাত দিয়ে টার্কিশ সংবাদমাধ্যমের খবর, বুধবার রাতে ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র ও সরকার ব্যবস্থার অধিকারের কথা যোগ করলেও সংশোধিত প্রস্তাবের মূল ভাষা ছিল আগের মতোই। কথিত শান্তি পরিষদের সদস্য কারা হবে এবং কীভাবে এটি কাজ করবে, সেসব বিষয় যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করতে হবে বলেও দাবি জানিয়েছে চীন ও রাশিয়া। খসড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্ত্রবিরতির পরিকল্পনা থেকে শান্তি পরিষদ গঠনের প্রস্তাব পুরোপুরি বাদ দেয়ারও দাবি জানানো হয়।

অন্যদিকে, নতুন করে আরও এক জিম্মির মরদেহ ইসরাইলকে ফেরত দিয়েছে হামাস ও ইসলামিক জিহাদ। এখনও গাজায় রয়েছে আরও তিন জিম্মির দেহাবশেষ।

ইএ