পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ হকি দলের লজ্জার হার

পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ হকি দল
পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ হকি দল | ছবি: সংগৃহীত
0

হকি বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮-২ গোলে হেরেছে বাংলাদেশ। লজ্জার হারে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্বে খেলার স্বপ্ন এখন অনেকটাই হুমকির মুখে।

ম্যাচের প্রথম কোয়ার্টারে স্কোরলাইন ছিল ১-১। তবে দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ খেলা থেকে ছিটকে যায়। এরপর খেলা যত গড়িয়েছে, পাকিস্তানের নিয়ন্ত্রণ তত বেড়েছে। শেষ পর্যন্ত গোলবন্যায় ভেসে ৮-২ গোলে হার মানে বাংলাদেশ।

এ ম্যাচের চার মিনিটের মাথায় পাকিস্তানের খেলোয়াড়ের হিট ঠেকাতে গিয়ে মাথায় আঘাত পান রোমান সরকার। সঙ্গে সঙ্গেই টার্ফে লুটিয়ে পড়েন তিনি। ব্যান্ডেজের পরও রক্ত ঝরতে থাকায় দ্রুতই অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেয়া হয় রোমানকে।

আরও পড়ুন:

আগামীকাল (শুক্রবার, ১৪ নভেম্বর) দ্বিতীয় ম্যাচ জিতলেই বিশ্বকাপ বাছাইয়ে খেলবে পাকিস্তান। অন্যদিকে, এ ম্যাচটি হারার পর কালকের ম্যাচটিও হেরে গেলে সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য কেবলই আনুষ্ঠানিকতার হয়ে থাকবে।

এসএইচ