তৃতীয় দিনে ৩০১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে আইরিশরা। এরপর মাত্র ৫ রানেই ওপেনার কারমাইকেলকে বোল্ড করেন নাহিদ রানা। ৪৩ রান করা পল স্টারলিংকে রান আউট করেন শান্ত।
এরপর তাইজুল ১৮ রান করা টেক্টরের উইকেটটি তুলে নিলে শেষ বিকেলে ক্যাম্পার ও টাকারকে আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। ৮৬ রানে ৫ উইকেট হারিয়ে এখন ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় আইরিশরা।
আরও পড়ুন:
এর আগে, দিনের শুরুতেই সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। জয় থামেন ১৭১ রানে, মুমিনুল করেন ৮২ রান। এরপর ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির দেখা পান শান্ত।
এর মাধ্যমে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৪ সেঞ্চুরির রেকর্ডে মুশফিকুর রহিমের পাশে বসেন তিনি। মুশফিক অবশ্য ২৩ রানের বেশি করতে পারেননি। সেঞ্চুরির ঠিক পরই আউট হয়ে সাজঘরে ফিরে যান শান্ত, লিটন যোগ করেন ৬০ রান। পরে ৮ উইকেটে ৫৮৭ রানের সংগ্রহ নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট দল।





