পেরুতে বাস খাদে পড়ে নিহত ৩৭

খাদে পড়া বাস
খাদে পড়া বাস | ছবি: সংগৃহীত
0

পেরুর আরেকুইপা অঞ্চলে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে নারী ও শিশুসহ আরও ২৬ জন।

পার্বত্য অঞ্চলে বাসটি একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের পর উল্টে গিয়ে ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। উপকূলীয় শহর চালা থেকে আরেকুইপা অঞ্চলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন:

এ ঘটনায় শোক জানিয়ে দেশটির প্রেসিডেন্ট হোসে জেরি আহতদের চিকিৎসা সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে এটি পেরুর সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর একটি। তবে ভাঙা ও রক্ষণাবেক্ষণের অভাবে পাহাড়ি এসব রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

এসএস