একই দিনে নির্বাচন-গণভোট জনগণের অভিপ্রায় ও গণদাবিকে উপেক্ষা: গোলাম পরওয়ার

জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরওয়ার
জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরওয়ার | ছবি: এখন টিভি
1

জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিন গণভোটও আয়োজিত হবে। আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেন, ড. ইউনূসের এ ঘোষণায় জনগণের অভিপ্রায় ও গণদাবিকে উপেক্ষা করা হয়েছে।

তিনি বলেন, ‘দুই ভোট একই দিনে দিয়ে একটা সংকটের মধ্যে ফেলে দেয়া হলো। সংকট নিরসন হয়নি এ ভাষণে।’

জামায়াতের এই জ্যেষ্ঠ নেতা জানান, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত গণভোটসহ ৫ দফা দাবিতে ৮ দলের পূর্বঘোষিত কর্মসূচি বহাল আছে।

গোলাম পরওয়ার আরও বলেন, ‘সন্ধ্যায় জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে থাকবেন লিগ্যাল এক্সপার্টরা। এসময় ৮ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বসে প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনার পর ১৬ নভেম্বর সম্মিলিত প্রতিক্রিয়া জানানো হবে।’

আরও পড়ুন:

উল্লেখ্য, ৮ দলের সম্মিলিত ঘোষণার মধ্যে রয়েছে- জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট, ১৪ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ মিছিল, ১৬ নভেম্বর বেলা ১১টায় ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক। সবশেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। যদিও এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় ও ‘যমুনার’ সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণাও দিয়েছিল তারা।

এসএইচ