আজ (বুধবার, ১২ নভেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার সংবাদ পৌঁছায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানিয়েছেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফায়ার সার্ভিসে খবর যায় ধোলাইপাড়ে একটি বাসে আগুন লেগেছে।
তাৎক্ষণিকই আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সংস্থাটির একটি ইউনিট। তবে আগুন কীভাবে লাগলো সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।





