সীমানা-সংক্রান্ত জটিলতায় সময়মতো তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে: ইসি সচিব

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ | ছবি: সংগৃহীত
0

কয়েকটি আসনে সীমানা-সংক্রান্ত জটিলতায় সময়মতো তফসিল ঘোষণায় এর প্রভাব পড়তে পারে—এমন শঙ্কার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এমন তিনি জানান, বাগেরহাট-৪ সংসদীয় আসন নিয়ে আদালতের রায়ের বিষয়ে ইসি আপিল করবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। রায়ের কপি হাতে পেলে সিদ্ধান্ত নেবে কমিশন।

আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সমসাময়িক বিষয়ের ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। এর আগে, গতকাল (সোমবার, ১০ নভেম্বর) প্রকাশিত দল ও প্রার্থীর আচরণবিধিতে প্রচারণায় পোস্টারের ব্যবহার নিষিদ্ধ, প্লাস্টিক-জাতীয় জিনিস ব্যবহার করতে নিরুৎসাহিত করা হয়েছে। যা পরিবেশ বান্ধব বিবেচনায় করা।

আরও পড়ুন:

একইসঙ্গে আগামী ১৩ নভেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হচ্ছে। যেখানে আচরণবিধিসহ সুষ্ঠু নির্বাচন আয়োজনে করণীয় বিষয়গুলো গুরুত্ব পাবে।

সচিব জানান, নির্বাচনের আইনশৃঙ্খলার অগ্রগতি নিয়ে চলতি মাসের শেষের দিকে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভা করবে ইসি।

ব্রিফিং গণভোটের বিষয়ে ইসির কাছে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি উল্লেখ করে এ বিষয়ে অগ্রগতি নেই বলেও জানান তিনি।

সেজু