গ্রেপ্তার হওয়া সোহাগ ওই এলাকার আক্তার মল্লিকের ছেলে।
আরও পড়ুন:
পুলিশ জানায়, ২০২২ সালের ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে হরিরামপুর উপজেলার আফরোজা খান রিতার বাসভবনে হামলা, ভাঙচুর ও বিএনপির নেতাকর্মীদের মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতার হরিরামপুরের বাসভবন ভাঙচুর ও নাশকতা মামলায় সন্দেহজনক আসামি হিসেবে সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’





