দেশের ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা। দেশের ক্রিকেট বিকেন্দ্রীকরণ, তৃণমূল কাঠামোর উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম প্রসারের উদ্দেশ নিয়ে বিসিবির এ সম্মেলন।
বিসিবির দুইদিনের ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে’ অংশ নিচ্ছেন দেশের ৬৪ জেলার ক্রিকেট কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি ও ৮ বিভাগের ক্রীড়া কর্মকর্তারা।
প্রথম দিনের কার্যক্রম শেষে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ১২ মাস ক্রিকেট চালু রাখা ও তৃণমূল পর্যায়ে ছোট ছোট অফিস তৈরির কথা জানান।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘স্টেপ-ওয়ান হচ্ছে আজকে একটা কনফারেনেস অংশগ্রহণ করে জানতে পারলাম, স্টেপ-টু’ই হবে আমাদের ছোট ছোট বিসিবি অফিস তৈরি করা। ওখানে এ কথাই বলেছি যে, আমাদের দরকার একটা ভালো উইকেট, যেখানে উইকেটে বাউন্স ভালো থাকবে, ইভেন থাকবে। একটা ভালো আউটফিল্ড, যেখানে একটা বাচ্চা ছেলে বা মেয়ে আরামে ফিল্ডিং করতে পারবে, ইভেন বল আসবে। সেটা আমাদের খেলার মধ্যে ১২ মাস কর্তৃত্ব থাকবে।’
প্রথমবারের মতো পরিচালক নির্বাচিত হয়েই দৌড়ে বেড়াচ্ছেন বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব পাওয়া আসিফ আকবর। সম্প্রতি পার্বত্য অঞ্চলের ক্রিকেট পর্যবেক্ষণ করে হতাশা প্রকাশ করার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান এ বোর্ড পরিচালক।
আরও পড়ুন:
আসিফ আকবর বলেন, ‘যেখানে কাজ করার দরকার তৃণমূল পর্যায়ে, সেখানে কোনো কাজই হয়নি। ইন ফ্যাক্ট বিসিবির কেউ কখনও ওই এলাকায় যায়ই নাই। আমি যাওয়ার পর দেখলাম যে, আমাদের যে বয়সভিত্তিক খেলা বা টুর্নামেন্টগুলো হওয়ার, সেগুলোর কোনো ম্যানেজমেন্টই নেই। ভালো টার্ফ নেই, ভালো উইকেট নেই, প্র্যাকটিস ফ্যাসিলিটিজ নেই, গ্রাউন্ড ফ্যাসিলিটিজ নেই, ম্যানেজমেন্ট নেই, টুর্নামেন্ট নেই কিছুই নেই। তো আমরা সেগুলো তদন্ত করলাম, চেক করলাম এবং সেগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য আমি উত্তরবঙ্গ সফরে যাচ্ছি।’
এদিকে জাহানারা ইস্যুতে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। স্পর্শকাতর এ ইস্যুতে বোর্ডের কেউ মুখ না খুললেও অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধে কঠোর বার্তা দিলেন আসিফ আকবর।
তিনি বলেন, ‘নারী ক্রিকেটে বাংলাদেশ যে উচ্চতায় আছে, সেটার ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদের এসব ফালতু সমস্যাগুলো সমাধান করতে হবে এবং খুব কঠোরভাবেই সমাধান করতে হবে। যেহেতু আমরা বোর্ডে মাত্র নতুন, দেড় মাস হয়েছে আমাদের, আমরা চেষ্টা করছি কোনোরকম বিতর্ক ছাড়া যেগুলো হয়েছে অতীতে সেগুলো যাতে আমরা আর ক্যারি না করি। এর ধারাবাহিকতা যেন আমরা বন্ধ করতে পারি সেই চেষ্টা করে যাচ্ছি।’
ক্রিকেট বিকেন্দ্রীকরণে বিসিবির এমন দারুণ আয়োজনে এসেও অপ্রীতিকর ঘটনার ব্যাখ্যা দিতে হচ্ছে বোর্ড পরিচালকদের। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য কাজ করার অঙ্গীকারও ফুঁটে উঠেছে আসিফ আকবরের কণ্ঠে।





