ব্রাহ্মণবাড়িয়া-৫: মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ১০ কিলোমিটারের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা করে কাজী নাজমুল হোসেন তাপসকে দেয়ার দাবিতে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ (রোববার, ৯ নভেম্বর) দুপুরে উপজেলার আলীয়াবাদ এলাকা থেকে বাঙ্গরা মোড় পর্যন্ত বিভিন্ন পয়েন্টে বিএনপির কর্মী-সমর্থক ও সাধারণ জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজার-হাজার নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে নবীনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসসহ আরও কয়েকজন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাইনুদ্দিন মাইনু, শিবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল হক ও জেলা বিএনপির সদস্য হজরত আলী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘বিগত সময়ে দলের দুর্দিনে কাজী নাজমুল হোসেন তাপস নেতাকর্মীদের পাশে ছিলেন। ২০১৮ সালে তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল। কিন্তু এবার তাকে মনোনয়ন না দেয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা হতাশ হয়েছেন।’

তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মনোনয়নটি পুনর্বিবেচনার জন্য জোরালো দাবি জানান বক্তারা। অন্যথায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনটি বিএনপি হারাবে বলেও দাবি তাদের।

এসএইচ