ভারত-পাকিস্তান ক্রিকেটে জটিলতা নিরসনে উদ্যোগ আইসিসির

ভারত-পাকিস্তান ম্যাচ
ভারত-পাকিস্তান ম্যাচ | ছবি: সংগৃহীত
0

ভারত ও পাকিস্তানের ক্রিকেটে জটিল অবস্থা কাটাতে এবার উদ্যোগ নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এশিয়া কাপের ট্রফি বিতরণ থেকে শুরু করে নিরপেক্ষ ভেন্যুতে খেলার মতো একাধিক ইস্যুতে কঠিন সময় পার করছে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে। আর সেই সংকট কাটাতেই মরিয়া আইসিসি।

টুর্নামেন্ট শেষের পর পেরিয়ে গেছে প্রায় দেড় মাস। কিন্তু এশিয়া কাপের ট্রফি এখন পর্যন্ত নিজেদের হাতে পায়নি চ্যাম্পিয়ন ভারত। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং এসিসি প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেয়ার প্রশ্নে আপত্তি ছিল ভারতের। আর মহসিন নাকভি অনড় ছিলেন তৃতীয় কারও মাধ্যমে ট্রফি হস্তান্তরে। ২০২৫ এশিয়া কাপ ট্রফিটা তাই এখন পর্যন্ত আছে দুবাইয়ে এসিসি কার্যালয়ে।

এরইমধ্যে মহসিন নাকভি এবং বিসিসিআই দফায় দফায় একে অন্যকে আহ্বান জানালেও ট্রফি নিয়ে কোনো সুরাহা হয়নি। এবার তাই খানিকটা বাধ্য হয়েই মধ্যস্থতা করতে নেমেছে আইসিসি। যদিও মহসিন নাকভি এখন পর্যন্ত নিজেকে ট্রফি হস্তান্তরের প্রধান দাবিদার বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন:

পরিস্থিতি সামাল দিতে আইসিসির পক্ষ থেকে একটি তিন সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। যার প্রধান হিসেবে ওমান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পঙ্কজ খিমজিকে প্রাথমিকভাবে পছন্দ করেছে আইসিসি। ভারত ও পাকিস্তান দুই বোর্ডের সঙ্গেই সুসম্পর্কের সুবাদে তার ওপর এ দায়িত্ব। ভারতের একাধিক গণমাধ্যমের ভাষ্য, এর আগেও দুই দেশের বোর্ডকে নিয়ে মধ্যস্থতার কাজ করেছেন খিমজি।

আগামী ১০ নভেম্বর দুবাইয়ে এক অনুষ্ঠানে ভারতকে ট্রফি নেয়ার জন্য আগেই আমন্ত্রণ জানিয়েছে রেখেছেন মহসিন নাকভি। যদিও ভারত তা প্রাথমিকভাবে প্রত্যাখ্যান করেছে। আইসিসির হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত থেকে বিসিসিআই সরে আসবে কি না, তাই এখন দেখার অপেক্ষা।

এফএস