দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আনোয়ার হোসেন দপদপিয়া ইউনিয়নের দুধরিয়া এলাকার আ. খালেকের ছেলে। তিনি র্যাবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন:
এর আগে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার প্রতাপ এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আয়ফুল বেগম (৭০) নামে এক পথচারী গাড়িচাপায় নিহত হন। নিহত আয়ফুল বেগম ঢাপর এলাকার মৃত কাছেম আলী হাওলাদারের স্ত্রী।





