এসময় শিক্ষার্থীদের আন্দোলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলসহ ছাত্রসংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করেন। তাদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে সংগীত বিভাগের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা জানান, প্রাথমিক শিক্ষায় সংগীত বিষয় থাকা খুবই গুরুত্বপূর্ণ। এসময়ে শিক্ষার্থীদের মানসিক বিকাশের সূচনা হয়। কিন্তু এসময়ে তাদের এ শিক্ষা থেকে বঞ্চিত করা ঠিক নয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংগীত ও শারীরিক শিক্ষায় সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রদানের যে সিদ্ধান্ত নিয়েছিল তা যৌক্তিক ছিলো। কিন্তু কোনো অদৃশ্য শক্তির জন্য তা আবার বন্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো— এটি কোনোভাবে বোধগম্য নয়।
এসময় শিক্ষার্থীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহাল করে বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবিও জানান।





