ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে রাজশাহী বিএনপি

মহানগর বিএনপির সংবাদ সম্মেলন
মহানগর বিএনপির সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

যারা ধানের শীষের মনোনয়ন পেয়েছে তার পক্ষেই সমস্ত নেতাকর্মীরা নির্বাচনে থাকবে। প্রচার প্রসার করবে বলে দলের ও নেতার নির্দেশ। সে অনুযায়ী রাজশাহী সদর আসনের প্রার্থীকে বিএনপি এবং অঙ্গসংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করতে চান মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ অন্যান্য নেতাকর্মীরা।

আজ (বুধবার, ৫ নভেম্বর) সকালে রাজশাহী মহানগর কেন্দ্র কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

আরও পড়ুন:

সভায় বক্তারা বলেন, রাজশাহী মহানগরী বাংলাদেশের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মহানগরী। এই মহানগরী শিক্ষা মহানগরী।

এই মহানগরীতে কোনোক্রমেই দলের নাম ভাঙিয়ে, দলের কোনো কর্মকাণ্ডের মধ্যে বিশৃঙ্খলা করলে এরপরে এই নতুন কমিটির তা মেনে নেবে না।

সকলের সহযোগিতা নিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে এই মহানগরী থেকে ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করা হবে।

সেজু