নির্বাচনে মামদানির সঙ্গে স্বতন্ত্র প্রার্থী অ্যন্ড্রূ কুওমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া ছিলেন আলোচনায়। তবে সবাইকে পেছনে ফেলে জয় হলো মামদানির। জোহরান মামদানিকে শুধু মার্কিন রাজনীতিতে নয়, বৈশ্বিক পর্যায়েও আলোচনার মুখ্য বিষয় হয়ে ওঠেন।
জুনে অনুষ্ঠিত প্রাইমেরি ইলেকশনে অভাবনীয় জয় পেয়ে লাইমলাইটে উঠে আসেন রাজনীতির মাঠে নতুন মামদানি। নির্বাচনি ইশতেহারে মামদানি সর্বজনীন চাইল্ড কেয়ার, ভর্তুকি পাওয়া ইউনিটগুলোর ভাড়া বাতিল, বিনামূল্যে পাবলিক বাস সার্ভিস ও সিটি কর্তৃপক্ষ পরিচালিত মুদি দোকানের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
বিশ্লেষকরা মনে করছেন এগুলোর কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া নিউইয়র্ক একাংশের দারুণ সমর্থন পেয়েছেন মামদানি।





