সিক্সসাইড টুর্নামেন্ট শুরু ১২ নভেম্বর; বাংলাদেশের নেতৃত্বে আকবর আলী

আকবর আলী
আকবর আলী | ছবি: সংগৃহীত
0

আকবর আলীর নেতৃত্বে হংকংয়ে সিক্সসাইড টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ। আগামী ১২ নভেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টটি। তবে লিস্ট ‘এ’ স্বীকৃতিপ্রাপ্ত এ টুর্নামেন্টের নাম পরিবর্তন করে এবার হয়েছে রাইজিং স্টার্স।

চলতি মাসেই ইমার্জিং ক্রিকেটারদের নিয়ে হবে এবারের এশিয়া কাপ। যেখানে ডাক পেয়েছেন জাওয়াদ আবরার। এছাড়া চমক হিসেবে রয়েছে অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার স্বাধীন ইসলাম। ডাক পেয়েছেন মেহেরব হোসেন অহীনও।

আরও পড়ুন:

নেতৃত্ব দেবেন আকবর আলী। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ। এবারের টুর্নামেন্ট ৮ দল নিয়ে হবে। মূলত ২০২৪ সাল থেকে ‘এ’ দলের খেলা হয়ে গেছে ইমার্জিং এশিয়া কাপ।

এফএস