মিছিলে নেতাকর্মীরা ‘তারুণ্যের প্রথম ভোট খালেদা জিয়ার পক্ষে হোক’; ‘ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা’; ‘খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন’; ‘খালেদা জিয়া তোমাকে লাল গোলাপ ফুলের শুভেচ্ছা’। নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।
আরও পড়ুন:
মিছিলে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু, বিএনপির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মো. আলমগীর বিএ, যুগ্ম আহ্বায়ক কপিল উদ্দিন সরকার এবং পৌর বিএনপির আহ্বায়ক ইউছুফ মজুমদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, আগামীর নির্বাচনে আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালীভাবে মাঠে থাকবে বিএনপি। বেগম খালেদা জিয়া যেসব আসনে প্রার্থী হবেন, তার মধ্যে ফেনী-১ আসনে সর্বাধিক ভোট নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতারা।
নেতারা খালেদা জিয়াকে ফেনী-১ আসনে দলের মনোনয়ন দেয়ায় তাকে অভিনন্দন জানান।





